প্রাইমারি নিয়োগে রিয়েল ভাইবা অভিজ্ঞতা শেয়ার ২০২২, Primary viva exam
প্রাইমারী ভাইবা অভিজ্ঞতা ৩য় ধাপঃ
🔰কুষ্টিয়া - ভেড়ামারা
🔰নাম-- মামুন খান
🔰বিষয়--ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ
🔰সময় -- ১১/১২মিনিট
প্রথমে সালাম দিয়ে ঢুকলাম।
কাগজপত্র স্যারের হাতে দিলাম।
(১ জন স্যার, ২ জন ম্যাডাম ছিল)
🔴স্যার-- বসুন। আপনি দেখতে তো অনেক হ্যান্ডসাম।
✅আমি-- ধন্যবাদ স্যার।
🔴স্যার--কোন সাবজেক্ট?
✅আমি -- ফলিত রসায়ন ও রাসায়নিক প্রকৌশল বিভাগ।
🔴স্যার-- আপনার রেজাল্ট তো খুবই ভালো, আচ্ছা বলুন তো পানির মধ্যে এসিড মেশাতে হয় নাকি এসিডের মধ্যে পানি মেশাতে হয়??
✅আমি-- পানির মধ্যে অল্প অল্প করে এসিড মেশাতে হয়।
🔴স্যার-- কেন??যদি এসিডে পানি মেশাই তাহলে কি হবে??
✅আমি-- তাহলে তো বিস্ফোরণ হবে, স্যার ।
🔴স্যার -- excellent answer, এই প্রশ্ন টা রসায়নের অনেককে ধরলাম পারে নাই। একমাত্র আপনিই পারলেন।
🔴ম্যাডাম -- আচ্ছা সীতাকুণ্ডে যে বিস্ফোরণ টা হলো সেখানে কি রাসায়নিক পদার্থ ছিল??
✅আমি -- হাইড্রোজেন পার অক্সাইড, ম্যাডাম।
🔴ম্যাডাম -- সংকেত কি?
✅আমি -- H2O2
🔴স্যার-- ভারী পানির সংকেত কি?
✅আমি -- D2O
🔴ম্যাডাম -- এখানে D টা কি??
✅আমি-- ডিউটেরিয়াম।
🔴ম্যাডাম-- চা এ কোন এসিড থাকে?? সংকেত কি?
✅আমি -- ট্যানিক এসিড, C76H52O46.
🔴স্যার-- ভেরি গুড। টেষ্টিং সল্ট এর সংকেত বলতে পারবেন?
✅আমি -- জী স্যার, C5H8NO4Na
🔴স্যার -- পারমানবিক বোমা বানাতে কোন রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়।
✅আমি -- ইউরেনিয়াম ২৩৫।
🔴ম্যাডাম -- রসায়ন তো খুব ভালো পারেন দেখছি, কিছু সাধারণ জ্ঞান ধরি, বলুন তো D8 অর্থ কি?
✅আমি -- Developing 8। একটি অর্থনৈতিক জোট।
🔴ম্যাডাম -- এর সদর দপ্তর কোথায়??
✅আমি -- তুরস্কে।
🔴স্যার-- আজ একজন বিশেষ মানুষের জন্মদিন কে বলুন তো??
✅আমি -- তথ্য ও যোগাযোগ উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়।
🔴স্যার-- কত তম??
✅আমি -- ৫১ তম।
🔴ম্যাডাম -- তো খান সাহেব (আমাকে) আপনি তো দেখতে মাশাআল্লাহ, তো আপনার গানের গলা টা কেমন শুনতে চাই।
✅আমি -- ধনধান্য পুষ্প ভরা,, গাইলাম।
🔴স্যার-- গানের গলা ও মাশাআল্লাহ, আমরা আরও একটি গান শুনি, কি বলেন?
✅আমি -- অবশ্যই স্যার,, মাথায় পড়েছি সাদা ক্যাপ, হাতে আছে অচেনা এক শহরেরও ম্যাপ, ব্যাগ ঝুলিয়েছি কাধে.........বেশ কিছুক্ষণ শুনলো
🔴স্যার -- খুবই ভালো গেয়েছেন । ঠিক আছে, Best Of luck.
✅আমি -- ধন্যবাদ স্যার। কাগজ নিয়ে চলে আসলাম।
আলহামদুলিল্লাহ যা আশা করেছিলাম, ভাইবা তার থেকে অনেক ভালো হয়েছে। সবই পেরেছি মোটামুটি, আলহামদুলিল্লাহ। বাকীটা ভাগ্য।
সবার জন্য শুভকামনা।
ধন্যবাদ।
আরো পড়ুনঃ
প্রাইমারি রিয়েল ভাইবা অভিজ্ঞতা
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতাঃ ০২
🔰নাম প্রকাশে অনিচ্ছুক।
🔰ডিপার্টমেন্টঃআরবি।
🔰ঢাকা বিশ্ববিদ্যালয়।
🔰জেলা শরীয়তপুর,সদর। আমি ই ছিলাম সদরের সর্বশেষ প্রার্থী।
🔰সময় ৮-১০ মিনিট।
বোর্ডে তিনজন ছিলো কারো পরিচয় জানিনা।
✅আমিঃ অনুমতি নিয়ে রুমে ঢুকে কাছে যেয়ে সালাম দিলাম, বসতে বললে বসলাম।
🔴পরীক্ষক ১ঃ কাগজপত্র কি কি এনেছেন দেন
আমিঃ দিলাম,
🔴পরী ২ঃকোথায়,কি বিষয়ে পড়াশোনা করেছেন?
✅আমিঃ বলতেছিলাম,এর মধ্যেই পরী ১ বলতে লাগলেন দাখিল আলিম করে তারপর অনার্স মাস্টার্স ঢাবি থেকে করেছেন,প্রথমে ইসলামিক লাইনে ছিলেন, পরে জেনারেলে গেলেন। আমি চুপ😪
🔴পরী ২ঃ কি করছেন এখন?
✅আমিঃ জব প্রিপারেসন নিচ্ছি।
🔴পরী ২ঃ কি জব করবেন?
✅আমিঃ নির্দিষ্ট কোনো জবের কথা বলিনি,বিসিএস রিটেন দিবো তাও বলিনি। কথার মাধ্যমে বুঝানোর চেষ্টা করেছি এটা হলে এটাই করবো।
🔴পরী ২ঃ আরবি সাহিত্যের যুগ কয়টি?
✅আমি ঃ উত্তর করেছি
🔴পরী২ঃ যুগগুলোর বৈশিষ্ট্য বলেন।
✅আমিঃ জাহেলি আর ইসলামি যুগ আন্দাজে মারছি 😀 পরে দেখলাম হইছে। উমাইয়া যুগকে ইসলামের মধ্যে ঢুকাইছি।উনি বললেন তাহলে ইসলামি আর উমাইয়া দুইটা যুগ হইলো কেনো? আমি বললাম কেউ কেউ এ দুটাকে একটা যুগ ই বলে।মনে হলো উত্তর গ্রহন করেছে।আব্বাসী যুগ সরি বলেছি😪
🔴পরী ৩ঃ আব্বাসি যুগের একজন শাসকের নাম বলেন।
✅আমিঃ আন্দাজে হুট করে মনে আসলো খলিফা হারুনুর রশিদের নাম বললাম, মনে হলো খুশি হইছে।
🔴পরী ২ঃ জ্ঞান বিজ্ঞান চর্চায় তার অবদান বলেন।
✅আমিঃ বাগদাদে মাদরাসা আর লাইব্রেরি প্রতিষ্ঠা করছে বললাম
🔴পরী ৩ঃ শিক্ষকের মর্যাদা কবিতার লেখকের নাম বলেন
✅আমিঃ সরি স্যার😪 সরি বলায় বুঝালাম আমার চেয়ে সে বেশি কষ্ট পেয়েছে।
🔴পরী ২ঃ ১৯৬৯ এ বাংলাদেশে একটা আন্দোলন হইছিলো সেটা কি?
✅আমিঃ উত্তর করেছি।
🔴পরী ২ঃ কেন হইছিলো?
✅আমিঃ উত্তর করেছি
🔴পরী ২ঃ নদীটি বয়ে চলেছে ইংরেজি করুন।
✅আমিঃ উত্তর করেছি।
🔴পরী ৩ঃ গান কবিতা গজল কি বলবেন?
✅আমিঃ কবিতা,কবর কবিতা বলতেছিলাম। থামিয়ে দিয়ে আসতে বললেন।সালাম দিয়ে ঢ্যাং ঢ্যাং করে চলে
আসলাম।
# পরামর্শ, ডিপার্টমেন্ট আর মুক্তিযুদ্ধ পড়ে যাবেন। আর আন্দাজে কিছু বললে কনফিডেন্স সহকারে বলবেন
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতাঃ ০৩
🔰জেলা- লালমনিরহাট
🔰থানা- কালীগঞ্জ
🔰রাতঃ ১১ টা ৪৬
🔰৬মিনিটের মতো ছিলাম।
এতো রাতে আর কোনো জেলায় ভাইভা হয় কি না আমার জানা নেই।
আসল কথায় আসি,
অনুমতি নিয়ে সালাম দিয়ে ভিতরে ঢুকলাম, আর এক্সটারনাল স্যার বসতে বললেন।
🔴স্যার- নাম কী?
✅আমিঃ বললাম
🔴DC Sir: নাম সিগ্নেচার করেন।
🔴assistant sir: বিজ্ঞপ্তির আগে আপবার রেজাল্ট দিয়েছিল.
✅আমিঃ জ্বী স্যার।
🔴DC sir- কই থেকে পড়াশোনা.?
✅আমিঃ ঢাকা বিশ্ববিদ্যালয়।
🔴DC sir-কোন সাবজেক্ট?
✅আমিঃ উর্দু সাহিত্য।
🔴Assistant sir: উর্দুর কথা সাহিত্যিক এর নাম বলেন
✅আমি-বললাম।
🔴Assistent SIR: কিশন চন্দর আছেন না.?
✅আমিঃজ্বী স্যার।
🔴স্যারঃ ওনার লেখা গল্পের নাম বলেন।
পারি নি.
🔴Dc sir-বেগম রোকেয়া কে.?
✅আমি-গুছিয়ে বললাম
🔴Dc sir- অপারেশন সার্চ লাইট কি.?জ্যাকপট কি
✅আমি-নিজের মতো করে বললাম।
🔴Dc sir:মিত্র বাহিনীর প্রধান কে.?।
(মনে পড়ছিল না) পাশের স্যার হেল্প করছিল,
তবুও ভুল করেছি।
🔴Dc sir and DPO sirঃ গান কবিতা কছু শোনাও উর্দুতে
✅আমি- দিলে নাদা তুঝে হুয়া কিয়া গান শুনিয়ে দিলাম😄
🔴Dc sir- reading পড়তে দিলেন।
✅আমি: পড়লাম
🔴Dc sir-very good
🔴Dc sir- ঠিক আছে তুমি আসো।
আমি সালাম দিয়ে চলে আসলাম।
🔴Dc sir কে খুশি করতে পারলেও অন্য স্যার কে খুশি করতে পারি নি মনে হয়.
কারন তার পছন্দের রাইটার এর নাম বলতে পারিনি।
আর অন্য স্যার আমার সার্টিফেকেট দেখছিলেন।
যাই হোক স্যাররা অনেক অমায়িক ছিলেন।
আর বাইরে যারা ছিলেন তারাও অনেক ভালো আর মজার ছিলো। অনেক গল্প করেছে আমার সাথে.
🔰প্রাইমারি ভাইভা অভিজ্ঞতাঃ(৩য় ধাপ)
🔰জেলাঃ বগুড়া।
🔰প্রার্থীঃ ৫৩৪ জন
🔰শূন্যপদঃ শুনলাম ১৮০ এর মত নাকি নিবে।
🔰নামঃ হৃদয় হাসান
🔰বিষয়ঃ ব্যবস্থাপনা। (আজিজুল হক কলেজ, বগুড়া)
হাতের লেখা এবং সার্টিফিকেট সব আগেই পরীক্ষা করা হয়েছে।
ডিসি স্যার এবং আর ২ জন ম্যাডাম ছিলেন (সবাইকে স্যার বলেই সম্মোধন করেছি।
অনুমতি নিয়ে ভিতরে ঢুকলাম।
🔴ডিসি স্যারঃ বসুন। আপনার নামটা যেন কি.??
✅আমিঃ নাম বললাম।
🔴ডিসি স্যারঃ কোথায় থেকে পড়াশোনা করেছেন.??
✅আমিঃ উত্তর দিলাম।
🔴ডিসি স্যারঃ বিষয়টা যেন কি ছিল.??
✅আমিঃ স্যার ব্যবস্থাপনা বিষয় নিয়ে পড়েছি।
🔴ডিসি স্যারঃ ও আচ্ছা। আচ্ছা হৃদয় মাসলো নামে কাউকে চেনেন..??
✅আমিঃ জ্বি স্যার। উনিতো চাহিদা সোপান তত্তের প্রবক্তা ছিলেন। (একটু বুদ্ধি করেই বললাম যেন ওখান থেকেই প্রশ্ন ধরেন)
🔴ডিসি স্যারঃ ও আচ্ছা। এই তত্তটা কি জানেন..??
✅আমিঃ জ্বি স্যার। ১ লাইনে ডিটেইলস বললাম।
🔴ডিসি স্যারঃ আচ্ছা হৃদয় এটার সর্বোচ্চ স্তরটা কি জানো.??
✅আমিঃ জি স্যার এটা হলো আত্মপূর্ণতার চাহিদা।
🔴ডিসি স্যারঃ হুমমমমমম। এটা ইংরেজীটা বলতে পারবে..??
✅আমিঃ Self..বলে ৩ সেকেন্ড পর বললাম দুঃখিত স্যার মনে পড়ছেনা।
🔴ডিসি স্যারঃ বলে দিলেন।( তারপর পাশে থাকা ম্যাডামকে বললেন প্রশ্ন করেন।
🔴ম্যাডামঃ হৃদয় কারক কয় প্রকার।
✅আমিঃ ৫ প্রকার।
🔴ম্যাডামঃ কি কি বলো তো।
✅আমিঃ বলতে বলতে দেখি ৬ টা। মৃদু হেসে বললাম দুঃখিত স্যার ৬ পকার হবে। ( উনারা সবাই একটু হাসলেন- ঠিক আছে)
🔴ম্যাডামঃ বলতো Part of speech কত প্রকার.??
✅আমিঃ 8 প্রকার।
🔴ম্যাডামঃ কি কি..?
আমিঃ
1) Noun 5) Adverb
2) pronoun 6) Preposition
3) Adjective 7) Conjunction
4) Verb 8) Interjection
🔴আরেকটা ম্যাডামঃ হৃদয় বলো ত্রিভুজ কাকে বলে..???
✅আমিঃ তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ ক্ষেত্রকে ত্রিভূজ বলে।
🔴আরেকটা ম্যাডামঃ চতুর্ভুজ কাকে বলে.??
✅আমিঃ উত্তর দিলাম।
🔴আরেকটা ম্যাডামঃ সামন্তরিক আর আয়তক্ষেত্রের মধ্যে একটা করে সাদৃশ্য বৈশাদৃশ্য বল তো।
✅আমিঃ সাদৃশ্য পারলাম কিন্তু বৈশাদৃশ্য একট একটু পারছি।
🔴আরেকটা ম্যাডামঃ very good.
🔴ম্যাডামঃ মুক্তিযুদ্ধ সম্পর্কে কিছু জানো..??
✅আমিঃ জ্বি স্যার।
🔴ম্যাডামঃ কি জানো বলতো।
✅আমিঃ ১৯৫২ ভাষা আন্দোলন কে মুক্তিযুদ্ধে পটভূমি হিসেবে ধরে ১৯৫৪,১৯৬৬,১৯৬৮,১৯৬৯,১৯৭০ এর নির্বাচন পর্যন্ত বলতেই ডিসি স্যার বলল রাজনীতি করছো নাকি কলেজে.?
✅আমিঃ মৃদু হেসে বললাম না স্যার।
ম্যাডাম ২ জনি প্রশংসা করে বলল ছেলেটা ভালোই জানে।
✅আমিঃ তখন আমার অবস্থা - 😎
🔴ম্যাডামঃ গান কবিতা কিছু পারো..??
✅আমিঃ জি স্যার।
🔴ম্যাডামঃ শোনাও তো কিছু একটা।
✅আমিঃ স্যার কি বলব গান না কবিতা..??
🔴ম্যাডামঃ যেটা ইচ্ছা।
✅আমিঃ পরে কুলি মজুর কবিতার কয়েক লাইন বলতেই সবাই বলল ভালো হয়েছে..আসতে পারো।
✅আমিঃ ধন্যবাদ দিয়ে সালাম দিয়ে বের হয়ে এসে আস্তে করে দরজাটা লাগিয়ে দিলাম।
আসলে ভাইবাতে ভয়ের কিছুই নাই।
আল্লাহর উপর ভরসা রাখতে হবে।
চিল মুডে থাকতে হবে..😎
আতঙ্কের কিছু নাই আর গুজবে কান দেবেন না।
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতাঃ ০৫
🔰নামঃ শিমলা
🔰তাঃ ২৫/৭/২০২২
🔰বিষয়ঃ অর্থনীতি
🔰উপজেলাঃ মিঠামইন
🔴১ম পরীক্ষকঃ আপনি শিমলা?
✅আমিঃ জ্বি স্যার
🔴স্যারঃ সিমলা চুক্তি কত সালে হয়?
✅আমিঃ ১৯৭২ সালে।
🔴স্যারঃ ৭২ সালে নাকি ৬৫ সালে?
✅আমিঃ স্যার, ৭২ সালেই তো....
🔴স্যারঃ সিমলা চুক্তি সম্পর্কে কি জানো বলো.....
✅আমিঃ বললাম ভারত-পাকিস্তানের মধ্যে ১৯৭২ সালে এই চুক্তি স্বাক্ষরিত হয়।
🔴স্যারঃ ভারত-পাকিস্তানের সমস্যা কি? কি নিয়ে তাদের সমস্যা?
✅আমিঃ বললাম
🔴স্যারঃকাশ্মির নিয়ে কি ধরনের সমস্যা? কাশ্মিরে কি আছে? কেন ভারত-পাকিস্তান কাশ্মির নিয়ে যুদ্ধ করে?
✅আমিঃ কিছুটা বলার পরে থেমে গেছি। কাশ্মির নিয়ে আরও প্রশ্ন করছিলো, পরে সরি বললে ২য় পরীক্ষক প্রশ্ন শুরু করে।
🔴অন্য স্যারঃ আপনার রাজশাহীতে কি?
✅আমিঃ রাজশাহী বাবার বাড়ি, বিয়ে হয়েছে এখানে।
🔴২য় স্যারঃএতোদূর বিয়ে হলো কেমনে বলেন আমরা একটু গল্প শুনি।
✅আমিঃ বললাম
🔴২য় স্যারঃ আমের দেশের লোক। ভালো, রাজশাহীর মেয়ে আমাদের এখানে চাকরি করবে বিষয়টা ভালো লাগছে।(আমি হাসি দিলাম) আপনার বাঘা থানা? বাংলা ভাইয়ের বাড়ি কোথায়?
✅আমিঃ বুঝিয়ে বললাম বাংলা ভাইয়ের বাড়ি বাগমারা, আমাদের বাঘা, দুইটা আলাদা থানা।
🔴২য় স্যারঃ ওওও আচ্ছা। হাজবেন্ড কি করে? কি বিজনেস?
✅আমিঃ বললাম
🔴ম্যাডামঃ ১০টাকা, ২০টাকার নোটে কার স্বাক্ষর থাকে?
✅আমিঃ বাংলাদেশ ব্যাংকের গভর্নরের।
🔴ম্যাডামঃ আর ১, ২ টাকায়?
✅আমিঃ অর্থ সচিবের (ডিটেইলস বললাম)
🔴স্যারঃ১০ টাকা কারেন্সি কি?
✅আমিঃ বলতে যাচ্ছি এমন সময় ১ম পঃ নিজেই বলে, আমি বলছি শুনেন, অন্য দুই স্যারের উদ্দেশ্যে, আপনারাও জেনে রাখেন এইটা খুব সুন্দর একটা বিষয় যা অনেকে জানেনা। তারপর ডিটেইলস বললেন। বলা শেষে বললো আপনি ইকোনমিক্স এর স্টুডেন্ট, এইটা তো জানা উচিত।
✅আমিঃ আসলে উনি যে বিল অব কারেন্সি প্রশ্ন করেছে এইটা বুঝি নাই। উনার উত্তর শুনে বুঝলাম উনি বিল অব কারেন্সি জানতে চেয়েছিল, তাই দ্রুত সরি স্যার বললাম, অনেক আগে পড়েছি ভুলে গেছি।
🔴২য় স্যারঃআচ্ছা,বিল অব কারেন্সি বুঝছি।আমাদেরও জানা হলো।
এইটা নিয়ে উনারা কিছুক্ষণ কথা বলছিল।
🔴২য় স্যারঃ বাংলায় দুইটা শব্দ লিখতে বলেছে, লিখার সাথে সাথে বললেন ঠিক আছে।
আচ্ছা শিমলা, তাহলে যান,পরের জনকে পাঠিয়ে দিন।
ধন্যবাদ দিয়ে চলে আসলাম

কোন মন্তব্য নেই