Header Ads

Header ADS

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় C ইউনিট রেজাল্ট ২০২২, Ju C Unit Result 2022

 



জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ২০২২ সালের রেজাল্ট প্রাকাশ করা হয়েছে। আজ ১ আগস্ট ২০২২ এই রেজাল্ট প্রকাশ করা হয়।  এটি কলা ও মানবিক অনুষদ বিভাগ। যারা এখনো রেজাল্ট পাননি তারা আমাদের ওয়েবসাইটে পাবেন রেজাল্ট দেখে নিন। অথবা তাদের ওয়েবসাইটে গিয়ে রেজাল্ট দেখতে পারেন juniv-admission org এই ওয়েবসাইটে। 


Dpe.teletalk.com.bd admit card Download 2022, Download Admit Card


Jahangirnagar University C unit Admission Result 2022


আজকে ১লা আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের রেজাল্ট প্রকাশ করা হলো।  মেধা তালিকার পাশাপাশি ওয়েটিং লিস্টে ও রাখা হয়েছে অনেকজনকে। নারী ও পুরুষ পরীক্ষার্থীদের জন্য আলাদা মেধা তালিকা ও কোটা রাখা হয়েছে। পরীক্ষার রেজাল্ট এর উপর নির্ভর করে শিক্ষার্থীদের পছন্দের উপর সাবজেক্ট প্রদান করা হবে। 


Ju C Unit result 2022


আজকে ১ আগস্ট জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সি ইউনিটের ফলাফল প্রকাশ করা হয়েছে। মোট ৫টি শিফটে এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থী ছিল ৫৩ হাজার ৪৩০ জন। মোট সিট সংখ্যা ৪৬৬ টি। ৪৬৬ টি সিটের বিপরীতে ৫৩ হাজার ৪৩০ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে।  আবার অনেক জনকে অপেক্ষমান তালিকায় ও রাখা হয়েছে।


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় রেজাল্ট জানার নিয়ম ২০২২


জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছেলে ও মেয়েদের রেজাল্ট জানার জন্য আপনাকে যেতে হবে তাদের ওয়েবসাইট Juniv-admission.org এই ওয়েবসাইটে পাওয়া যাবে। এখানে আপনি মেরিট লিস্ট ও অপেক্ষাকৃত শিক্ষার্থীদের লিস্ট পেয়ে যাবেন। 

রেজাল্ট জানতে নিচের নিয়মাবলি অনুসরণ করুনঃ


🔴 ভিজিট করুন https://juniv-admission.org ওয়েবসাইটে

🔴রেজাল্ট অপশনে প্রবেশ করুন।

🔴 আপনার রোল নাম্বার দিয়ে রেজাল্ট চেক করুন


Ju C Unit Result 2022


ছেলেদের রেজাল্টঃ






মেয়েদের রেজাল্টঃ





কারো রেজাাল্ট পেতে সমস্যা হলে আমাকে আপনার রোল নাম্বার কমেন্ট করে জানান, আমি আপনাকে রেজাল্ট জানিয়ে দিবো।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.