প্রাইমারি শিক্ষক নিয়োগ ভাইবা অভিজ্ঞতা ২০২২,Primary Real Viva
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতাঃ০১
🔰নাম- মোঃ ইমরান হোসেন
🔰উপজেলা: কামারখন্দ
🔰জেলা- সিরাজগঞ্জ।
🔰বিষয়- ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সে
🔰ঢাকা বিশ্ববিদ্যালয়
অনুমতি নিয়ে ভিতরে ঢুকে সালাম দিলাম। বসতে বললে বসে ধন্যবাদ দিলাম।
🔴স্যার-১ঃ আপনার মূল কাগজপত্র গুলো দেন। আপনি তো SSC আর HSC তে সাইন্স ছিলেন দেখতেছি। আপনাকে তাহলে সাইন্স থেকেই প্রশ্ন করি। পারবেন তো? আর লেখেন আমাদের দেশের নাম বাংলাদেশ।
✅আমি- স্যার লাস্ট ২০১২ সালে সাইন্স পড়েছি। পারব না মনে হয়।
🔴স্যার-১ঃ আরে পারবেন। বলেন পরাগায়ণ কাকে বলে?
✅আমি- উত্তর দিলাম।
🔴স্যার-১ঃ এবার ফিজিক্স থেকে ধরি। নিউটনের ২য় সূত্র বলেন।
✅আমিঃ ২য় টা মনে করতে পারছিলাম না। তারপর ১ম টা মনে করার পরই ২য় টা অটোমেটিক শুরু হয়ে গেল। স্যার অনেক খুশি হইলেন।
🔴স্যার-১ঃ এবার কেমিস্ট্রি থেকে প্রশ্ন করি। বলেন যৌগমৌল কাকে বলে।
✅আমি- উদাহরণসহ উত্তর দিলাম।
🔴স্যার-১ঃ ম্যাডাম আপনি প্রশ্ন করেন।
🔴ম্যাডামঃ আপনি অনার্স করেছেন কোন বিষয়ে?
✅আমি- ব্যাংকিং এন্ড ইন্স্যুরেন্সে।
🔴ম্যাডামঃ বাংলাদেশ রিজার্ভ কত?
✅আমিঃ বললাম।
🔴ম্যাডামঃ আমার মনে হয় রিজার্ভ আরো বেশি হবে। বলেন রিজার্ভের কাজ কি?
✅আমিঃ বললাম।
🔴ম্যাডামঃ বাংলাদেশের টাকার মূল্য কমে যাওয়া সম্পর্কে বলেন।
✅আমি- সব পজিটিভ পজিটিভ উত্তর দিলাম।
🔴ম্যাডামঃ খালি পজিটিভ গুলাই বললেন। আচ্ছা ব্যাংক নোট আর সরকারি নোট গুলা নিয়া কিছু বলেন।
✅আমি- সবকিছু বলে বলেছি ৫ টাকার নোট আগে সরকারি নোট ছিল কিন্তু এখন এটাও ব্যাংক নোট। কিন্তু ম্যাডাম একমত হলেন না। আমিও আর কিছু বললাম না।
🔴ম্যাডাম- একটা Complex আর একটা compound sentence এর উদাহরণ দেন।
✅আমি- দিলাম।
🔴স্যার-১ঃ বঙ্গবন্ধু কবে পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পান?
✅আমি- ৮ জানুয়ারি, ১৯৭২ স্যার
।
🔴স্যার-১ঃমুক্তি পেয়ে তিনি কোথায় কোথায় গিয়েছিলেন?
✅আমি- প্রথমে লন্ডন গিয়ে তারপর ইন্ডিয়া গিয়ে ইন্ধিরা গান্ধীর সাথে দেখা করে ১০ জানুয়ারি স্বদেশ প্রত্যাবর্তন করেন।
🔴স্যার-১ঃ তখন ভারতের রাষ্ট্রপতি কে ছিলেন?
✅আমি- সরি স্যার জানি না।
🔴স্যার-১ঃ এটা জানেন না কেন? আজকাল তো টিভিতে প্রায়ই উনাকে নিয়া কথা হচ্ছে।
🔴স্যার-১ঃ গান বা কবিতা কিছু একটা বলেন
✅আমি- স্যার আমি 'মুজিব মানে মুক্তি' কবিতাটি বলব।
🔴স্যার-১ঃ ওকে, বলেন।
✅আমি- গোলাইয়া ফেললাম। কেন জানি ভুলে যাচ্ছিলাম।
🔴ম্যাডামঃ খুব কষ্ট করে মুখস্থ করেছেন মনে হয়?
✅আমি- না ম্যাডাম আমি আসলে অনেক নারভাস।
🔴স্যার-১ঃ আপনারা অমুক বিশ্ববিদ্যালয়ের পড়েছেন। আপনারা নার্ভাস হলে চলবে?
✅আমি- স্যার এটা আমার জীবনের ১ম ভাইবা। তাই আর কি।
🔴স্যার-১ঃ আচ্ছা যান।
আমি যাবার জন্য দাঁড়িয়ে আছি, স্যার কাগজগুলো ফেরত দিচ্ছিল। এরই মধ্যে -
🔴ম্যাডামঃ আপনার চশমার পাওয়ায় কত?
✅আমি- বললাম।
🔴ম্যাডামঃ ছোটবেলা থেকে চশমা পড়েন?
✅আমি- না ম্যাডাম। আমি আগে ভাবতাম সবাই আমার মতোই দেখে। পড়ে কলেজে বড় ক্লাসরুমে ক্লাস করতে গিয়ে দেখি সবাই ব্লাকবোর্ডের লেখা দেখে আমি দেখি না। পরে বুঝেছি যে আমার চোখে সমস্যা আছে।
তারপর সালাম দিয়ে চলে আসছি।
বিঃদ্রঃ আজকের দিনের ১ম রোলটাই আমার ছিল। তাই এতো সময় নিয়েছে। DC sir ছিলেন না। ৪-৫ জনের ভাই'বা হবার পর DC sir এসেছেন। আরো ২ টা স্যার ছিলেন তারা কোনো প্রশ্ন করেন নাই। সবাই অনেক আন্তরিক ছিলেন।
আরো পড়ুনঃ
Primary Exam Date 2022, Primary Suggestion
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতাঃ ০২
🔰রাহিবুল হাসান
🔰১৩-০৬-২০২২
🔰লালমনিরহাট জেলা
সালাম দিয়ে প্রবেশ করলাম।
🔴DC স্যার : বসুন।
বসলাম
DC স্যার কাগজগুলো DPEO স্যার ও আইডি কার্ড PTI Super স্যারকে দিতে বললো, দিলাম।
🔴DC স্যার: কোথায় পড়াশোনা করেছেন? আর কোন বিষয়ে?
✅আমি: স্যার কারমাইকেল কলেজে পদার্থবিজ্ঞান বিভাগ থেকে।
🔴DC স্যার: ও আচ্ছা পদার্থবিজ্ঞান বিষয়ে পড়েছেন, বলুন তো আইনস্টাইনের theory of relativity কি?
✅আমি: নিশ্চল ও সচল বস্তুর তুলনাকে বোঝায়
এবার আমার সাক্ষর একটা কাগজে দিতে বললেন।
✅DC স্যার: বলুন ফটোইলেকট্রিক ক্রিয়া কি???
আমি অই মুহুর্তে মনে করতে পারছিলাম না তাই বলছি দুঃখিত স্যার এই মুহুর্তে মনে করতে পারছি না। উনি নিজে আবার বুঝিয়ে দিলেন আমি বললাম জি স্যার এটাই।
[ আলোক রশ্মি যখন কোনো ধাতবপৃষ্ঠে আপতিত হয় তখন ধাতবপৃষ্ঠের ইলেকট্রন আলোক রশ্মি থেকে শক্তি গ্রহণ করে। যখনই ইলেকট্রন দ্বারা গৃহীত শক্তি ধাতবপৃষ্ঠে তার বন্ধন শক্তির চেয়ে বেশি হয়, তখনই ইলেকট্রন ধাতবপৃষ্ঠ থেকে মুক্ত হয় বা বেরিয়ে আসে। এ ঘটনাকে ফটোইলেকট্রিক ক্রিয়া বা আলোক তড়িৎ ক্রিয়া বলা হয়।]
🔴DC স্যার: বোস আইনস্টাইন কনডেনসেট কি?
বোস কোন দেশের বিজ্ঞানী?
এটাও পারি নি।
[পদার্থের একটি অবস্থা যখন তরলীভূত বোসন গ্যাস পরম শুন্য তাপমাত্রার খুব কাছাকাছি তাপমাত্রায় (অর্থাৎ ০ কেলভিন বা -২৭৩.১৫ ডিগ্রি সেলসিয়াসের খুব কাছে) ঠাণ্ডা করা হয়। এই অবস্থায় বোসনের একটি বৃহৎ অংশ সর্বনিম্ন কোয়ান্টাম অবস্থা দখল করে, এবং এই মুহূর্তে ম্যাক্রোস্কোপিক কোয়ান্টাম ঘটনা স্পষ্টভাবে প্রতীয়মান হয়ে ওঠে। অতিরিক্ত লঘু ঘনত্বের গ্যাসকে (সাধারণ গ্যাসের ঘনত্বের এক শত-সহস্রাংশ) অতি কম তাপমাত্রায় ঠাণ্ডা করে এটি তৈরি করা হয়। ঘনীভূত অবস্থার অদ্বিতীয় ধর্মাবলীর জন্য লেনে হাউ দেখিয়েছেন যে আলো হয় থেমে যাবে অথবা এর গতি তাৎপর্যপূর্ণ ভাবে কমে গিয়ে ১৭ মিটার প্রতি সেকেন্ড হয়ে যায় এবং এর ফলে প্রতিসরাঙ্ক অত্যন্ত বেশি হয়ে যায়।
বোস ভারতীয় বিজ্ঞানী ছিলেন ]
🔴DC স্যার: অভিকর্ষজ ত্বরণ g এর মান বলুন
✅আমি : ৯.৮১ মিটার পার সেকেন্ড স্কয়ার
🔴DPEO স্যারঃএবার বাংলায় আমার নাম লিখতে বললেন খাতায় হয়তো লেখা চেক করার জন্য এমন টা বললেন।
🔴DPEO স্যার: শব্দ কোন মাধ্যমে বেশি চলে
✅আমি: কঠিন মাধ্যমে
🔴DC স্যার: পদার্থের অবস্থা কয়টি ও কি কি?
✅আমি : পদার্থের অবস্থা তিনটি। কঠিন, তরল বায়বীয়।
🔴ডিসি: রিডিং পড়ুন
৫ম শ্রেণীর ইংরেজি বইয়ের preface ছিলো
৩-৪ টা বাক্য বলতেই থামিয়ে দিলো।
🔴ডিসি: আচ্ছা, আপনি আসুন।
✅আমি: আস সালামু আলাইকুম স্যার বলে বের হয়ে চলে আসলাম
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতাঃ০৩
✅আমিঃআসসালামু আলাইকুম।
🔴স্যারঃওয়ালাইকুমুস সালাম।আপনার নাম কি?
✅আমিঃ মো.আবদুুল মা্ন্নান।
🔴স্যারঃ আপনার বিষয় কি?
✅আমিঃ রাষ্ট্রবিজ্ঞান।
🔴স্যার রাষ্ট্রবিজ্ঞানের জনক কে?
✅আমিঃ এরিস্টটল।
🔴স্যারঃ এরিস্টটলের গুরু কে?
✅আমিঃ প্লেটো।
🔴স্যারঃ এরিস্টটলের শীর্ষ কে?
✅আমিঃ আলেকজান্ডার ফ্লোমিং।
🔴স্যারঃঅনুবাদ করুন,সে সাতার কাটতে জানেনা।।
✅আমিঃ he does not know how to swim
🔴স্যারঃ ৩ এর ৫% সমান কত?
✅আমিঃ স্যার ০.১৫
🔴স্যারঃ তিনটি সরল রেখা দিয়ে গঠিত ত্রিভুজ কোণকে কি বলে?
✅আমিঃ সমবাহু ত্রিভুজ।
🔴স্যারঃ প্রথম বিশ্বযুদ্ধ কবে শুরু ও শেষ হয়?
✅আমিঃ ১৯১৪ থেকে ১৯১৮ সাল।
🔴স্যারঃ দ্বিতীয় বিশ্বযুদ্ধ কবে শুরু ও শেষ হয়?
✅আমিঃ ১৯৩৯ সাল থেকে ১৯৪৪সাল(সঠিক ১৯৪৫ সাল)
🔴স্যারঃমিত্র পক্ষ কারা ছিল?
✅আমিঃ জার্মানি,বেলজিয়াম, ফ্রান্স,কানাডা, ব্রাজিল স্যার এখন আর মনে পড়তেছেনা।
🔴স্যারঃ আপনি ♪ গান পারেন,,,একটা বলেন?
✅আমিঃ ভাল আছি ভাল থেকো আকাশের ঠিকানায় চিঠি লেখ,,,,,,,,,,,,,,,,,
🔴স্যারঃ আপনাকে ধন্যবাদ,, আপনি আসেন
✅আমিঃ ধন্যবাদ জানিয়ে, সালাম দিয়ে বের হয়ে আসলাম।
প্রাইমারি ভাইবা অভিজ্ঞতাঃ০৪
রিয়েল ভাইভা অভিজ্ঞতা
🔴২য় ধাপ
🔴সাবজেক্টঃ ম্যানেজমেন্ট
🔴তারিখঃ ৩০ শে জুন ২০২২
🔴জেলাঃ লালমনিরহাট (সদর)
🔴সিরিয়াল নাম্বারঃ ১৮
বোর্ডে ছিলেন ডিসি স্যার,ডিপিইও,পিটিআই সুপার
অনুমতি নিয়ে প্রবেশ করলাম,বোর্ডের সামনে গিয়ে সালাম দিলাম, PTI স্যার বসতে বললেন, ধন্যবাদ দিয়ে বসলাম..
DPEO স্যার সকল কাগজপত্র দেখতেছেন,
🔰ডিসি: আপনি বেলাল হোসেন
✅আমিঃ জ্বি স্যার
🔰ডিসি: কোথায় থেকে পড়ালেখা করেছেন,কোন সাবজেক্ট এ?
✅আমিঃ কারমাইকেল কলেজ থেকে,ম্যানেজমেন্ট বিষয়ে।
🔰DC: কারমাইকেল কে ছিলেন?
✅আমিঃ ব্রিটিশ নাগরিক ও বাংলার গভনর ছিলেন।
🔰DC: বলেন হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট কি?
✅আমিঃ সরি স্যার
🔰DC: 6'm কি?
✅আমিঃMen,machines,materials, Method, market and Money
🔰DPEO: বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনার জনক কে?
✅আমিঃFrederic winslow Taylor
🔰DPEO: Leader এর গুনাবলি বলেন
✅আমিঃ বললাম....
🔰PTI স্যারঃ পঞ্চম শ্রেণির ইংরেজি বইয়েরBirthday বিষয়ক অনুচ্ছেদটি বাংলা অনুবাদসহ পড়তে বললেন।
✅আমিঃ ভালোভাবে পড়েছি
🔰DC: আচ্ছা শেখ মুজিবুর রহমানের শরীরে কয়টি গুলি পাওয়া গিয়েছিল? মাথায় কয়টি পাওয়া গেছে?
✅আমিঃ ১৮ টি গুলি পাওয়া গিয়েছিল, স্যার সবগুলি গুলি পেট আর বুকে পাওয়া গিয়েছিলো, মাথায় কোন গুলি পাওয়া যায়নি।
🔰DC: পলাশীর যুদ্ধ কবে হয়েছিলো
✅আমিঃ ২৩ শে জুন ১৭৫৭ সালে
🔰DC: লালমনিরহাট মুক্তিযুদ্ধের কত নং সেক্টর এ ছিলো?
✅আমিঃ ৬ নং সেক্টর
🔰DC: মুক্তিবাহিনী কবে গঠন হয়?
✅আমিঃ...... সরি স্যার(সহজ উত্তর মনে হচ্ছিল না কেন জানি)
🔰DC স্যার বললো, আচ্ছা আপনি এখন আসুন, কাগজপত্র নিয়ে সালাম দিয়ে চলে আসার সময়DPEO স্যারDC স্যারকে বললো স্যারAcademic brilliant আছে দিয়ে দেন।
আমার লিখিত তে ৬৫ থাকে শিউর,সার্টিফিকেট ১০ আছে। উপজেলায় পোস্ট ৮৫/৯০ হবে। বাকিটা আল্লাহ ভরসা। সকলের কাছে দোয়া প্রার্থী.
প্রাইমারি ভাইভা অভিজ্ঞতাঃ ০৫
🔰বিষয় - অর্থনীতি।
🔰জেলাঃ নোয়াখালী ( সদর উপজেলা)
🔰তারিখঃ ২৯ জুন,২০২২
🔰সময়ঃ 4.00 pm
🔰ডিউরেশানঃ 6-7 মিনিট
.
✅আমিঃ অনুমতি নিয়ে ভিতরে প্রবেশ করে কাছাকাছি গিয়ে সালাম দিলাম। DPEO Sir বিনয়ের সাথে বসতে বললেন এবং আমি বসে ধন্যবাদ দিলাম।
.🔴DPEO Sir- তোমার নাম কি?
✅আমি- মোঃ শাজাহান সম্রাট
🔴DPEO Sir- সম্রাট শাহজাহান কে ছিলেন?
✅আমি-বললাম
🔴DPEO Sir-শাহজাহানের বাবার নাম কি?
✅আমিঃ বললাম।
🔴DPEO Sir-সম্রাট শাহজাহানের ছেলের নাম কি?
✅আমি- বললাম
🔴DPEO Sir- শাহজাহানের ছেলের আরেকটা নাম আছে,ওইটা বলুন।
✅আমি- বলতে পারিনি।
🔴ADC mam- কি যেন বলল প্রশ্নটা বুঝলাম না।
✅আমি- বুঝলাম না।
🔴DPEO Sir -ইতিহাস পড়েছেন?
✅আমি - ভাবলাম সাবজেক্ট জনতে চাচ্ছে।বললাম ইকোনমিকস।
🔴DPEO sir- Bank rate কি?
✅আমি- ব্যাংক যে হারে অন্যান্য ব্যাংকে ঋণ দেয়।
🔴DPEO Sir - কাদের ঋণ দেয়?
✅আমি- বাণিজ্য ব্যাংক,ব্যাক্তি মালিকানা ব্যাংক।
🔴ADC mam- চলন বিল কোথায় আবস্থিত?
✅আমি- বললাম
🔴ADC mam- ভবদহ বিল কোথায় অবস্থিত?
✅আমি - বললাম।
🔴DPEO sir- উত্তর অঞ্চলে যাওয়া হইছে?
✅আমি- না,স্যার।
🔴DPEO sir-কলম দ্বারা লিখি,কোন কারক কোন বিভক্তি?
✅আমি- শুধু কারকটা বললাম।
🔴DPEO sir- কলমে কালি আছে,কোন কারক আর কোন বিভক্তি?
✅আমি - এবারও শুধু কারক বললাম।উনি বিভক্তির ব্যাপারটা ওই ভাবে খেয়াল করেননি।
🔴DPEO Sir- আগ্রজ আর অনুজ কাকে বলে?
✅আমি- বললাম।
🔴DPEO Sir- এইবার আসল ম্যাথে- সম্পূরক কোন কাকে বলে?
✅আমি - বললাম।বাট উনি নিজেই কনফিউজড নাকি আমাকে কনফিউজড করতে চাইল, বুঝলাম না।আবার রিপিট করল।
🔴DPEO Sir- পুকুরটি পানিতে টইটই করে,এইটার অনুবাদ বলুন।
✅আমি- যেটা বলছে,হয়েছে কিনা নট শিউর।
🔴DPEO Sir- একটা গান গেয়ে শুনান।
✅আমি- যদি রাত পোহালে শুনা যেত,....
৪ লাইন গাওয়ার পর থামিয়ে দিলেন।পরে বললেন আসুন।আমি ধন্যবাদ দিয়ে চলে আসলাম।
বাস্তব উপলব্ধি - ভাইভা হলো ভাগ্যের পরীক্ষা।আপনি সব জানেন,কিন্তু এমন জায়গা প্রশ্ন করল ওইটাই জানেন না।সব সময় নিজ সাবজেক্ট থেকে জিজ্ঞাসা না ও করতে পারে।যেমনটা আমার ক্ষেত্রে হয়েছে।সুতরাং, নিজের মতো করে সব কিছু জেনে যান।আল্লাহ স্মরণ করুন,আল্লাহর কাছে বলুন।নিজেকে শান্ত রাখুন।আল্লাহ আপনার ভাগ্যে রাখলে ইনশাল্লাহ হয়ে যাবে।
ভাইবা নাম্বারঃ ০২
#প্রাইমারি ভাইবা অভিজ্ঞতাঃ০৬
☞ ভাইবার স্হানঃ জেলা প্রশাসকের কার্যালয়, কুমিল্লা
☞ তারিখঃ ২০জুন ২০২২
☞ সময়ঃ সকাল, ১১.৪৫
✅প্রার্থীঃ সালাম দিয়ে বললাম আসতে পারি, স্যার।
🔴বোর্ডঃ আসেন, বসতে বললেন।
✅প্রার্থীঃধন্যবাদ, স্যার।
বসলাম
🔴বোর্ডঃকোথায় পড়াশোনা করেছেন?
✅প্রার্থীঃ কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ।
🔴বোর্ডঃ কোন বিষয়ে?
✅প্রার্থীঃউদ্ভিদবিদ্যা
🔴বোর্ডঃবাংলাদেশ বানান ইংরেজিতে এবং বাংলায় লিখুন, এবং স্বাক্ষর করুন আবেদন ফর্ম অনুযায়ী।
✅প্রার্থীঃবাংলাদেশ, Bangladesh এবং স্বাক্ষর করলাম
🔴বোর্ডঃমানুষের বৈজ্ঞানিক নাম কি?
✅প্রার্থীঃহোমো সেপিয়েন্স
🔴বোর্ডঃ বৈজ্ঞানিক নামটা লিখতে পারবেন?
✅প্রার্থীঃ,জ্বি স্যার পারবো, লিখলাম Homo sapiens
🔴বোর্ডঃপ্লাস্টিডের কাজ কি?
✅প্রার্থীঃউদ্ভিদ দেহকে বর্নময় করা....
🔴বোর্ডঃপ্রাণিকোষ ও উদ্ভিদকোষের মধ্যে পার্থক্য বলুন?
✅প্রার্থীঃউদ্ভিদ কোষে প্লাস্টিড থাকে কিন্তু প্রাণিকোষে প্লাস্টিড থাকে না, স্যার।
🔴বোর্ডঃ কয়েকটা একবীজপত্রী উদ্ভিদের নাম বলুন?
✅প্রার্থীঃধান, গম
🔴বোর্ডঃ গম কেনো?
এখানে তো অনেকগুলো বীজ একসাথে থাকে...
✅প্রার্থীঃহাঁসি দিয়ে, মুখের দিকে তাকালাম...
🔴বোর্ডঃ ও আচ্ছা সমস্যা নাই, অনেক আগে পড়েছেন!
বলুন একবীজপত্রী উদ্ভিদের পাতা সমান্তরাল শিরাবিন্যাস না জালিকা শিরাবিন্যাস?
✅প্রার্থীঃ স্যার, সমান্তরাল শিরাবিন্যাস
🔴বোর্ডঃ দ্বি বীজপত্রী উদ্ভিদের নাম বলুন?
✅প্রার্থীঃকুমড়া, সরিষা...
🔴বোর্ডঃরুপান্তরিত কান্ড কোনগুলি?
গোলআলু,......স্যার বললেন কান্ড না কন্দ হবে এগুলো (আমি বললাম স্যার কান্ড পড়েছি কন্দ হবে এটা আমার আগে জানা ছিলো না, সরি স্যার)
🔴বোর্ডঃমেলানিন কোথায় থাকে?
✅প্রার্থীঃমানুষের দেহে স্যার
🔴বোর্ডঃ মেলানিন বেশি থাকলে কি হয়।
✅প্রার্থীঃস্যার, মেলানিন এর পরিমাণ বেশি থাকলে ঐ মানুষ কালো হয়।
🔴বোর্ডঃএটা শরীরে থাকা কি ভালো?
প্রশ্ন করে স্যার হাঁসি দিলেন আমার দিকে তাকাইয়া!
✅প্রার্থীঃস্যারের দিকে তাকাইয়া আমিও, মুচকি হাঁসি.......
🔴বোর্ডঃ প্রাইমারি স্কুলে ছাত্র ছাত্রীদের উদ্ভিদ নিয়ে শেখানোর অনেক কিছু আছে, বুঝলেন।
দুইজন ছিলো এবং বলতে লাগলে অনেক আগেই এগুলো পড়েছি ১০-১৫ টা বৈজ্ঞানিক নাম এখনো মুখস্থ আছে।
আচ্ছা আপনি আসুন।
✅প্রার্থীঃ ধন্যবাদ, স্যার।
আস্সালামু আলাইকুম....
বোর্ড যথেষ্ট আন্তরিক ছিলো।
কোন মন্তব্য নেই