৪৪ তম বিসিএস পরীক্ষার আসন বিন্যাস ও সময়সূচি প্রকাশ ২০২২
বাংলাদেশ কর্ম কমিশনের ৪৪তম BCS পরীক্ষা-২০২২ এর প্রিলিমিনারি টেস্ট পরীক্ষার (MCQ Type) আসন ব্যবস্থা, সময়সূচি,Seat plan ও পরীক্ষা পরিচালনার নির্দেশনা প্রকাশ করা হয়েছে। বাংলাদেশ কর্ম কমিশনের পিএসসির ওয়েবসাইট ৪৩ তম বিসিএসের আসন বিন্যাস, সময়সূচি ও নির্দেশনা প্রকাশ করা হয়েছে। ৪৩ তম বিসিএস পরীক্ষার সিট প্ল্যান ও বিসিএস পরীক্ষার বিস্তারিত দেখুন। 44th bcs exam seat plan, exam routine 2022 PDF Download.
আরো পড়ুনঃ
এশিয়া ও ইউরোপের দেশগুলোর রাজধানী ও মুদ্রার নাম
প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ ১ম ধাপের ২২ জেলার ফলাফল প্রকাশ করা হলো
৪৪তম BCS পরীক্ষা-২০২১ এর প্রিলিমিনারি টেস্ট (MCQ Type) যথাযথ স্বাস্থ্যবিধি অনুসরণপূর্বক আগামী ২৭.০৫.২০২২ তারিখ রোজ শুক্রবার। ঢাকা, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট,রাজশাহী,রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে নিম্নলিখিত সময়সূচি এবং আসন ব্যবস্থা অনুযায়ী পরীক্ষা হবে।
৪৪তম বিসিএস পরীক্ষার তারিখ ২০২২
৪৪তম বিসিএস প্রিলিমিনারী পরীক্ষা আগামী ২৭ মে ২০২২ সকাল ১০ টা থেকে দুপুর ১২ টা সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে।
৪৪তম বিসিএস এর মানবন্টনঃ
বাংলা ভাষা ও সাহিত্য ৩৫,ইংরেজি ভাষা ও সাহিত্য ৩৫, বাংলাদেশ বিষয়াবলী ৩০,আন্তর্জাতিক বিষয়াবলী ৩০, ভূগোল ও পরিবেশ দুর্যোগ ব্যবস্থাপনা ১০,সাধারণ বিজ্ঞান ১৫, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ১৫,গাণিতিক যুক্তি ১৫, মানসিক দক্ষতা ১৫, নৈতিকতা, মূল্যবোধ সুশাসনের উপর ১০ নাম্বার সহ মোট ২০০ নম্বরের পরীক্ষা হবে।
আরো পড়ুনঃ
৪৪তম BCS অংশগ্রহণকারী পরীক্ষার্থীদের করণীয়:
সকাল ৮.৩০-৯.৩০ মিনিটে পরীক্ষার্থীরা নির্ধারিত পরীক্ষা কেন্দ্রে নিজ নিজ পরীক্ষা কক্ষে প্রবেশ করে নির্দিষ্ট আসনে বসে যাবেন।তারপর পরীক্ষার হলে প্রবেশের সময় পরীক্ষার্থীদের অবশ্যই স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রাখতে হবে। মাস্ক ছাড়া কোন পরীক্ষার্থী পরীক্ষা হলে প্রবেশ করতে পারবেন না।
সকাল ৯.৩০-৯.৫০ মিনিটে:
পরীক্ষার্থীদের মধ্যে উত্তরপত্র বিতরণ করা হবে। উত্তরপত্রের ৪টি সেট থাকবে, যেমন সেট-১, ২, ৩ এবং ৪। পরীক্ষার্থীরা উত্তরপত্রে নিজ জেলা ও রেজিস্ট্রেশন নম্বর লিখবেন এবং রেজিষ্ট্রেশন নম্বরের সংশ্লিষ্ট বৃত্তগুলো কালাে কালির বল পয়েন্ট কলম দিয়ে ভরাট করতে হবে। পরীক্ষার্থীরা হাজিরা তালিকায় স্বাক্ষর করবেন। প্রবেশপত্র টেবিলের ওপর খুলে রাখতে হবে। প্রবেশপত্রের ছবি এবং স্বাক্ষরের সাথে হাজিরা তালিকার ছবি ও স্বাক্ষর মিলিয়ে দেখা হবে, মিল পাওয়া না গেলে বহিষ্কার করা হবে।
সকাল ১০.০০;
পরীক্ষার্থীদের মধ্যে প্রশ্নপত্র দেওয়া হবে। উত্তরপত্রের অনুরূপ প্রশ্নপত্রেরও ৪টি সেট থাকবে, যেমন সেট-১, ২, ৩ এবং ৪। পরীক্ষার্থী যে সেট নম্বরের উত্তরপত্র পাবেন তাকে সে সেট নম্বরের প্রশ্নপত্র দেয়া হবে। উত্তরপত্রের সেট নম্বর এবং প্রশ্নপত্রের সেট নম্বর এক এবং অভিন্ন হতে হবে। বিষয়টি নিশ্চিত হয়ে পরীক্ষার্থীরা উত্তর লেখা শুরু করতে হবে।
সকাল ১২.০০ :
পরীক্ষা শেষ হবে। পরীক্ষার্থীরা নিজ নিজ আসনে অবস্থান করবেন। পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করবেন। পরিদর্শকগণ উত্তরপত্র সংগ্রহ করে বুঝে নেয়ার পর পরীক্ষার্থীরা স্বাস্থ্যবিধি অনুসরণ করে নির্দিষ্ট শারীরিক দূরত্ব বজায় রেখে ধীরে ধীরে পরীক্ষা কক্ষ থেকে বের হবে। প্রশ্নপত্র পরীক্ষার্থীরা নিয়ে যাবেন।
উপকরণঃ
কলম,পেন্সিল, রাবার,Admit Card, মাস্ক ইত্যাদি।
৪৪তম বিসিএস আসন বিন্যাসঃ
আরো জানুনঃ
🔰Primary Admit card 2022 (Published)- admit.dpe.gov.bd
🔰প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ-২০২০ ১ম ধাপের ২২ জেলার ফলাফল প্রকাশ করা হলো
কোন মন্তব্য নেই