প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড ২০২২, Primary Admit Card 3rd phase 2022 Download
প্রাইমারি/ প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ১ম এবং ২য় ধাপের পরীক্ষা সুন্দর ভাবে শেষ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ( DPE)।
বাকী ৩য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ৩জুন ২০২২, শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত। তাই পরীক্ষা শুরুর ৫ দিন আগে ৩য় ধাপের এডমিট কার্ড প্রকাশ করা হলো। এখন থেকে প্রার্থীগণ ইউজার আইডি এবং পাসওয়ার্ড ব্যবহার করে তাঁদের Admit Card ডাউনলোড করতে পারবে।
Primary Exam Date 2022
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ ধাপে সারা বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে। ১ম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২২ এপ্রিল ২২ জেলায়,২য় ধাপে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০ মে অনুষ্ঠিত হয়েছিল সে পরীক্ষায় সিলেট জেলার পরীক্ষা হওয়ার কথা থাকলেও সিলেট জেলায় বন্যা হওয়ার কারণে তাঁদের পরীক্ষা পরিবর্তন করে ৩ জুলাই দেওয়া হয়। আর ৩য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে ৩ জুন ২০২২।
1st phrase: 22 April,2022
2nd Phrase: 20 May, 2022
3rd phrase: 3 June,2022
Primary Assistant Teacher 3rd phrase Admit Card Download
যেহেতু প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ৩ জুন অনুষ্ঠিত হবে, তাই পরীক্ষা শুরুর ৫-৭ দিন আগে প্রবেশপত্র প্রকাশ করা হয়। তার ধারাবাহিকতায় আজ ২৮ মে ২০২২ তারিখ রোজ শনিবার প্রবেশপত্র প্রকাশ করা হলো। প্রবেশপত্র ডাউনলোড করার জন্য প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অফিশিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। প্রবেশ পত্র ডাউনলোড করা যাবে আগামী ৩ জুন সকাল ৮ টা পর্যন্ত।
প্রাইমারি ৩য় ধাপের প্রবেশপত্র বা এডমিট কার্ড যেভাবে ডাউনলোড করবেন
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার এডমিট কার্ড ডাউনলোড করার জন্য আপনার লাগবে ইউজার আইডি এবং পাসওয়ার্ড, তা ছাড়া ও অন্য একটি পদ্ধতিতে ডাউনলোড করা যাবে। মোট ২টি পদ্ধতি অবলম্বন করে একজন পরীক্ষার্থী তার এডমিট ডাউনলোড করতে পারবেন। আজকে আমরা আপনাদের এই বিষয়ে বিস্তারিত বুঝিয়ে দিবো আপনারা কিভাবে নির্ভূলভাবে এই প্রবেশপত্র ডাউনলোড করতে পারবেন। মনোযোগ সহকারে দেখতে থাকুন -
🔰🔰 ১ম পদ্ধতিঃ
🔴প্রথমে আপনাদের কে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর এর ওয়েবসাইট বা ( admit.dpe.gov.bd) এ লিংকে প্রবেশ করতে হবে।
🔴 এবার আপনার ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে।
🔴তারপর পাশের যে ক্যাপচা( Captha) কোড এটা পাশের বক্সে হুবহু লেখতে হবে তারপর ডাউনলোড এডমিট কার্ড এখানে ক্লিক করলে আপনার এডমিট PDF আকারে ডাউনলোড হয়ে যাবে।
🔴তারপর PDF ফাইল থেকে রঙ্গিন ফিন্ট কপি বের করে নিতে হবে।
🔰🔰 ২য় পদ্ধতিঃ
🔴উক্ত লিংকে প্রবেশ করুন ( admit2.dpe.gov.bd)
🔴তারপর আপনার SSC Roll Number, Board Number, Passing Year দিতে হবে।
🔴এবার ক্যাপসা কোডটি বক্সে বসান।
🔴তারপর ডাউনলোড অপশনে ক্লিক করে ডাউনলোড করে নেন।
Primary Admit Card
এই পদ্ধতি অনুসরণ করে আপনারা খুব সহজে আপনারা ৩য় ধাপের Primary Admit card ডাউনলোড করতে পারবেন। তাই ভালো করে আমাদের লেখাগুলো পড়ে যেকোনো এক ধাপে আপনারা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন ইনশাআল্লাহ।
২য় ধাপের রেজাল্ট কখন দিবে
প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল গত ২০ মে। কিন্তু এখনো রেজাল্ট প্রকাশ করা হয়নি। তাই সবার একটাই প্রশ্ন রেজাল্ট কখন প্রকাশিত হবে? এর উত্তরে আমি বলবো যেহেতু ১ম ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২২ এপ্রিল রেজাল্ট দিয়েছিল ১২ মে মোট ২০ দিন পর। সে দিক থেকে চিন্তা করলে ২য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল ২০ মে তাই আশা করা যায় ৩য় ধাপের পরীক্ষা শেষ হওয়ার পর আপনারা ৮-১০ জুন এর মধ্যে আপনারা রেজাল্ট পাবেন আশা করি।
আশা করি, আগামী ৩ জুন অনুষ্ঠিত প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ৩য় ধাপের পরীক্ষা প্রবেশপত্র ডাউনলোড করতে পেরেছেন। যদি ডাউনলোড করতে সমস্যা হয় বা কোনো কিছু বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানান আমরা ইনশাআল্লাহ আপনাকে হেল্প করার চেষ্টা করবো।
কোন মন্তব্য নেই