Header Ads

Header ADS

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় বাংলায় ৩ টি এবং ইংরেজি ২টি বাক্য

 

এবারের প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় DPE থেকে হাতের লেখা যাচাই করার কথা বলা হয়েছে। এবারের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষা ১ম ধাপে ২২ এপ্রিল, ২য় এবং ৩য় ধাপে যথাক্রমে ২০ মে এবং ৩ জুন অনুষ্ঠিত হবে। প্রত্যেক ধাপে লেখা যাচাই করা হবে। যেহেতু ১ঘন্টা আগে কেন্দ্রে প্রবেশ করতে বলা হয়েছে, তাই বুঝা যাচ্ছে OMR এ হাতের লেখা যাচাই করা হবে। এক্ষেত্রে নিশ্চিত বলা যায় যে,পরে লিখিত পরীক্ষা আর হওয়ার সম্ভাবনা কম।




এই বাক্যগুলোতে কি নাম্বার থাকবে?


এর উত্তরে আমি বলবো যে, না। এখানে কোনো নাম্বার থাকবে না। এখানে আপনাকে লেখানোর কারণ আপনার হাতের লেখা চেক করার জন্য। 

এখানের হাতের লেখা আর আপনি যদি টিকেন ভাইবাতে ও আপনাকে লেখানো হবে।দুটি হাতের লেখা মিলানো হবে আপনি কি আসল পরীক্ষার্থী কি না এটা চেক করবে। যাতে প্রক্সি দিতে না পারেন।





আমার হাতের লেখা তো সুন্দর নেইঃ


এখানে আপনার হাতের লেখার জন্য কোনো নাম্বার নেই।এটা শুধু আপনাকে পরীক্ষা করার জন্য আপনি আসল পরীক্ষার্থী কি না?


বাংলাদেশ সম্পর্কে বাংলায় ৩ টি ও ইংরেজি ২ টি বাক্য









বাংলায় নিচের যেকোনো ৩ টি বাক্য লিখলে হবেঃ


১)১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে। 

২) ঢাকা বাংলাদেশের রাজধানী। 

৩) প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ। 

৪)ষড়ঋতুর দেশ আমাদের এই বাংলাদেশ। 

৫) বাংলাদেশের গ্রামীণ প্রকৃতি ভারি সুন্দর। 

৬)এদেশে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত রয়েছে। 

৭) বাংলাদেশ নদীমাতৃক দেশ। 

৮)বাংলাদেশ আমার জন্মভূমি। 



ইংরেজিতে যেকোনো ২টি বাক্য লিখলে হবেঃ


1) Dhaka is the Capital of Bangladesh. 

2)Bangladesh is my Homeland. 

3)Bangladesh Became independent in 1971.

4)Bangladesh is an Small and Beautiful Country. 

5) I love this Peaceful Country. 

6)There are a lot of Rivers in this Country



1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.