Primary Job Exam New OMR, প্রাথমিক শিক্ষক OMR পূরণ করার নিয়ম
প্রাথমিক শিক্ষক নতুন OMR
আজকে আমাদের আলোচনার বিষয়,কিভাবে সঠিকভাবে নির্ভূলভাবে পূরণ করতে হবে সবকিছু বিস্তারিত বুঝিয়ে দিবো।আশা করি সম্পূর্ণ টা ভালো করে পড়বেন। কোনো সমস্যা হলে কমেন্ট করবেন আশা করি
🔴সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ হবে।
🔴নিচের বক্সে কোনো দাগ দেওয়া নিষেধ।
বাংলাদেশ সম্পর্কে বাংলা ৩ টি এবং ইংরেজি ২ টি বাক্য
বাংলা ৩ টি বাক্য হলোঃ(যেকোনো ৩ টি লিখলে হবে)
১)১৯৭১ সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে।
২)বাংলাদেশ নদীমাতৃক দেশ।
৩)প্রাকৃতিক সৌন্দর্যের অপরুপ লীলাভূমি আমাদের এই বাংলাদেশ।
৪)ছয় ঋতুর দেশ এই রুপসি বাংলাদেশ।
৫) এদেশে পৃথিবীর সবচেয়ে বড় সমুদ্র সৈকত রয়েছে।
ইংরেজি ২ টি বাক্য হলো;(যেকোনো ২ টি লিখলে হবে)
১)Dhaka is the Capital of Bangladesh.
2)Bangladesh is an independent in 1971.
3) Bangladesh is a small ans Beautiful Country.
4) Bangladesh is my homeland.
🔴 রোল নাম্বার(বাংলায়)-
এই ঘরে আপনার এডমিট কার্ড থেকে দেখে বাংলায় রোল নাম্বার লিখতে হবে।
🔴 পুরুষ / মহিলাঃ
আপনি যদি পুরুষ হোন তাহলে পুরুষ এটা ভরাট করবেন,আর মহিলা হলে মহিলার পাশের বৃত্ত ভরাট করবেন।
# অনেকে আবার প্রশ্ন করে খালি বক্সে লিখতে হবে কি না,আমি বলবো প্রয়োজন নেই কারণ আপনি তো বৃত্ত ভরাট করে দিয়ে বুঝিয়েছেন যে আপনি পুরুষ না মহিলা।
🔴 আবার রোল নাম্বার লিখতে হবে বাংলায়।তারপর নিচে নিচে বৃত্ত ভরাট করতে হবে।
যেমনঃ ৫ ৬ ৯ ৭ ২ ৬ ১ বক্সে লেখার পর নিচে নিচে বৃত্ত ভরাট করতে হবে।
🔴 এখানে প্রার্থীর নাম, বাবার এবং মায়ের নাম লিখতে হবে বাংলায় এবং ইংরেজিতে।
যেমনঃ
১)প্রার্থীর নাম( বাংলায়)ঃ করিম হোসেন
(ইংরেজিতে)ঃ Karim Hossain
২)পিতার নাম( বাংলায়)ঃ রফিক মিয়া
(ইংরেজি) ঃ Rofiq Mia
৩) মাতার নাম(বাংলায়)ঃ রহিমা বেগম
(ইংরেজিতে)ঃ Rohima Begum
এই নাম গুলো আমি নিজ থেকে ধরে নিয়েছি আপনাদের বুঝানোর সুবিধার্থে।
🔴 জেলার নামঃ
জেলার নামের বক্সে জেলার নাম লিখতে হবে। যেমনঃ ফেনী, কুমিল্লা,চাঁদপুর ইত্যাদি
🔴প্রার্থীর স্বাক্ষরঃ
প্রার্থীর স্বাক্ষর বক্সে প্রার্থীর নাম লিখতে হবে যেভাবে এডমিট কার্ডে লিখেছেন।
🔴 কক্ষ পরিদর্শকের স্বাক্ষর
কক্ষ পরিদর্শকের স্বাক্ষর বক্সে কক্ষ পরিদর্শকের স্বাক্ষর নিতে হবে।পাশের বক্সে পরীক্ষার তারিখ লিখতে হবে।
🔴 সেট কোডঃ
সেট কোড বক্সে লেখার দরকার হয় না,বৃত্ত ভরাট করলে হয়।OMR এ চারটি সেট কোড থাকে পদ্মা,মেঘনা,যমুনা ও সুরমা।
আপনার Admit Card এ যদি যমুনা থাকে আপনাকে সেট কোড যমুনার প্রশ্ন নিতে হবে।যদি চালাকি করে অন্য সেট কোড নেন তাহলে OMR বাতিল হবে।
নিয়মাবলিঃ
১) বৃত্তাকার ঘরগুলো এমন ভাবে ভরাট করতে হবে যাতে ভিতরের কিছু দেখা না যায়।
২) কালো বল পয়েন্ট কলম দ্বারা পূরণ করতে হবে।
৩) OMR ভাঁজ করা যাবে না।
কোন মন্তব্য নেই