এসএসসি ভূগোল সাজেশন ২০২২, SSC geography Exam Suggestion 2022,এসএসসি ভূগোল ও পরিবেশ সাজেশন ২০২২ (সকল বোর্ড)
১৫ সেপ্টেম্বর ২০২২ থেকে তোমাদের এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ১৫ তারিখ পরীক্ষা শুরু হয়ে তোমাদের বাংলা ১ম ও ২য় পত্র,ইংরেজি ১ম ও ২য় পত্র এবং গণিত, পদার্থ, রসায়ন,পৌরনীতি,ফিন্যান্স,কৃষিশিক্ষা পরীক্ষা শেষ হয়েছে। এবার শুরু হচ্ছে বিভাগ ভিত্তিক বিষয়গুলো। আজকে আমরা মানবিক বিভাগের ভূগোল বিষয় সাজেশন নিয়ে আলোচনা করবো। তাছাড়া আমাদের ওয়েবসাইটে বাংলা,ইংরেজি, গণিত,পদার্থ,রসায়ন, জীববিজ্ঞান,উচ্চতর গণিত,ইতিহাস,ফিন্যান্স,হিসাব বিজ্ঞান সহ সব বিষয়ের সাজেশন আমরা আমাদের ওয়েবসাইটে দিবো তোমাদের সুবিধার জন্য।
এসএসসি সাজেশনঃ
এসএসসি ইতিহাস সাজেশন ২০২২, SSC History Exam Suggestion 2022
SSC geography Exam Suggestion 2022
এবারের শর্ট সিলেবাস অনুযায়ী এসএসসি পরীক্ষায় ৬টি অধ্যায় থাকবে। এই ৬টি অধ্যায় থেকে তোমাদের এবার পরীক্ষা অনুষ্ঠিত হবে।এই অধ্যায়গুলো থেকে অধ্যায় ১,২,৩,৪,৫,৬,১০ম অধ্যায় এগুলো থেকে এবার ১০০% কমন পেতে পারেন।এখানে অধ্যায় আছে ৭টি সৃজনশীল আসবে ১১টি দিতে হবে মোট ৪টি সৃজনশীল।
SSC Geography Exam Suggestion 2022
🔴১ম অধ্যায়: ভূগোল ও পরিবেশ
🔴২য় অধ্যায়: মহাবিশ্ব ও আমাদের পৃথিবী
🔴৩য় অধ্যায়: মানচিত্র পঠন ও ব্যবহার
🔴৪র্থ অধ্যায়: পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন
🔴৫ম অধ্যায়ঃ বায়ুমন্ডল
🔴৬ ষ্ঠ অধ্যায়ঃ বারিমন্ডল
🔴১০ম অধ্যায়: বাংলাদেশের ভৌগোলিক বিবরণ
এসএসসি ভূগোল MCQ সাজেশন ২০২২
আপনাদের ভূগোল এর জন্য মোট ৭টি অধ্যায় আছে এই ৭টি অধ্যায় থেকে মোট ১১টি প্রশ্ন আসবে। ১১টি থেকে ৪টি সৃজনশীল এর উত্তর দিতে হবে। আপনারা ভূগোল ও পরিবেশ, মহাবিশ্ব ও আমাদের পৃথিবী, মানচিত্র পঠন ও ব্যবহার,পৃথিবীর অভ্যন্তরীণ ও বাহ্যিক গঠন,বায়ুমন্ডল অধ্যায় গুলো ভালো করে পড়লে কমন পাবেন ১০০%।
কোনো কিছু বুঝতে অসুবিধা হলে কমেন্ট করে জানাতে পারেন ইনশাআল্লাহ আমরা আপনাদের হেল্প করার চেষ্টা করবো।
কোন মন্তব্য নেই