Header Ads

Header ADS

Primary Admit card 2022 (Published)- admit.dpe.gov.bd

 


প্রাথমিক অ্যাডমিট কার্ড ২০২২ এর ২য় ধাপের পরীক্ষার Admit Card প্রকাশিত হয়েছে। admit.dpe.gov.bd ওয়েবসাইট থেকে এখন ডাউনলোড করা যাবে। ২য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২০ মে ২০২২ সকাল ১১ঃ০০ থেকে দুপুর ১২ঃ০০ টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এর আগে ১ ম ধাপের পরীক্ষা গত ২০ মার্চ অনুষ্ঠিত হয়েছিল এবং তার রেজাল্ট ও প্রকাশ করা হলো। আবেদনকারী ব্যাক্তিকে মোবাইলে মেসেজের মাধ্যমে তার পরীক্ষার তারিখ এবং প্রবেশপত্র ডাউনলোড এর বিস্তারিত তথ্য ১৪ মে থেকে জানিয়ে দেওয়া হবে। 



Primary Exam Date 2022


প্রাইমারি বা প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা ২০২২ এর তারিখ ঘোষণা করা হয়েছিল প্রাথমিক শিক্ষা অধিদপ্তর থেকে। সেখানে তারা বলেছে যে, প্রাইমারি পরীক্ষা ৩ ধাপে অনুষ্ঠিত হবে। 

১ম ধাপে ২২ জেলায় ২২ এপ্রিল, ২য় ধাপে ২০ মে ৩১ জেলায় এবং ৩য় ধাপে বাকী সব জেলা উপজেলায় ৩ জুন অনুষ্ঠিত হবে।  এখন ১ম ধাপের পরীক্ষা শেষে ফলাফল ও প্রকাশ করা হলো।


১ম ধাপ পরীক্ষাঃ ২২ এপ্রিল,২০২২

২য় ধাপ পরীক্ষাঃ ২০ মে,২০২২

৩য় ধাপ পরীক্ষাঃ ৩ জুন,২০২২


২য় ধাপে কোন জেলায় ও উপজেলায় অনুষ্ঠিত হবে 





প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২য় ধাপে যে যে জেলায় ও উপজেলায় অনুষ্ঠিত হবে তার তালিকা নিচে দেওয়া হলোঃ


🔴চাঁদপুর- সব উপজেলা


 🔴বরিশাল- সকল উপজেলা


 🔴সিলেট- সকল উপজেলা


 🔴রংপুর- সকল উপজেলা


 🔴রাজশাহী-সব উপজেলা


 🔴খুলনা-সকল উপজেলা


 🔴ফরিদপুর-সব উপজেলা


 🔴ব্রাহ্মণবাড়িয়া-সকল উপজেলা


 🔴নওগাঁ জেলা- সদর, নিয়ামতপুর, পত্নীতলা, রাণীনগর, পোরশা, সাপাহার উপজেলা,


 🔴নাটোর জেলা- বাগাতিপাড়া, বড়াইগ্রাম, গুরুদাশপুর, লালপুর


 🔴সিরাজগঞ্জ জেলা- রায়গঞ্জ, শাহজাদপুর, সদর ও তাড়াশ উপজেলা


 🔴কুষ্টিয়া জেলা- খোকসা, সদর ও মিরপুর


 🔴ঝিনাইদহ জেলা- হরিণাকুন্ড, সদর, কালীগঞ্জ,


 🔴যশোর জেলা- অভয়নগর, চৌগাছা, সদর, বাঘেরপাড়া উপজেলা,


 🔴সাতক্ষীরা জেলা- সদর, দেবহাটা, কলারোয়া, কালীগঞ্জ উপজেলা


 🔴বাগেরহাট জেলা- মোল্লারহাট, মংলা, মোড়লগঞ্জ, কচুয়া, শরণখোলা উপজেলা


 🔴জামালপুর জেলা- সদর, মাদারগঞ্জ, মেলান্ধা


 🔴ময়মনসিংহ জেলা- মুক্তাগাছা, সদর, নান্দাইল, ফুলপুর, তারাকান্দা, ত্রিশাল উপজেলা,


 🔴নেত্রকোনা জেলা- খালিয়াজুরী, মদন, মোহনগঞ্জ, সদর, পূর্বধলা উপজেলা,


 🔴কিশোরগঞ্জ জেলা- সদর কুলিয়ারচর, মিঠামিন, নিকলী, পাকুন্দিয়া, তাড়াইল,


 🔴টাঙ্গাইল জেলা- কালীপুর, সফিপুর, বাসাইল উপজেলা,


 🔴রাজবাড়ী জেলা- কালুখালী, গোয়ালন্দ উপজেলা,


🔴 কুমিল্লা জেলা- দেবিদ্বার, হোমনা, লাকসাম, লালমাই, সদর দক্ষিণ, মনোহরগঞ্জ, মুরাদনগর, নাগলকোট, তিতাস উপজেলা,


 🔴নোয়াখালী জেলা-বেগমগঞ্জ, চাটখিল, কোম্পানীগঞ্জ, হাতিয়া উপজেলা,


 🔴পিরোজপুর জেলা- নেশারাবাদ, সদর,


 🔴পটুয়াখালী জেলা- কলাপাড়া, মির্জাগঞ্জ, সদর, রাঙ্গাবালী, দুমকি উপজেলা, সুনামগঞ্জ জেলা দোয়ারাবাজার, জগন্নাথপুর, জামালগঞ্জ, শাল্লা, সদর, তাহিরপুর উপজেলা, হবিগঞ্জ জেলা সদর, লাখাই, মাধবপুর, নবীগঞ্জ, শায়েস্তাগঞ্জ উপজেলা,


🔴 কুড়িগ্রাম জেলা- ফুলবা, রাজীবপুর, রৌমারী, উলিপুর উপজেলা,


🔴 গাইবান্ধা জেলা- সাদুল্যাপুর, ফুলছড়ি, সাঘাটা, সুন্দরগঞ্জ উপজেলা।



Primary Admit Card 2022 (2nd step) 


 প্রাথমিক সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার ২য় ধাপের Admit Card ডাউনলোড Dpe gov bd ওয়েবসাইট থেকে করতে পারবেন। ডাউনলোড করতে হলে প্রার্থী কে ইউজার আইডি( User id)  এবং পাসওয়ার্ড (password) দিয়ে লগইন করতে হবে। অথবা এসএসসি বা সমমানের রোল নাম্বার দিয়ে ও ডাউনলোড করা যাবে। নিচের নির্দেশনাবলী অনুসরণ করুন-


)প্রবেশ করুন admit dpe.gov.bd ওয়েবসাইট এর মধ্যে। 

২) লগইন করার পর ইউজার আইডি - পার্সওয়ার্ড  অথবা এসএসসি বা সমমানের তথ্য দিন

৩) তারপর নিচের Captcha code দিয়ে Download admit card অপশনে ক্লিক করেন।

৪) তারপর Pdf ফাইলটি ডাউনলোড করে নেন।

৫) ডাউনলোড করা ফাইলটি রঙিন কপি প্রিন্ট করে নেন।


আমার তো ইউজার আইডি- পার্সওয়ার্ড হারিয়ে গেছে 


আপনার ইউজার আইডি এবং পার্সওয়ার্ড  হারিয়ে গেলে ও সমস্যা নাই। আপনার এসএসসি রোল নাম্বার দিয়ে এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন।


আমার তো মেসেজ আসে নাই আমি কিভাবে ডাউনলোড করবো


প্রাইমারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার আপনার যদি মেসেজ না আসে ভয় পাওয়ার কিছু নেই।  আপনি admit.dpe.gov.bd এ ওয়েবসাইটে গিয়ে আপনার User id এবং Password দিয়ে আপনার এডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন। 


কখন প্রাইমারি ২য় ধাপের পরীক্ষার Admit Card ডাউনলোড করতে পারবো 


আপনারা ১৪ তারিখ  থেকে ডাউনলোড করতে পারবেন। পরীক্ষার ৫ দিন আগে থেকে ডাউনলোড করার সুযোগ পাবেন।


আমার তো মেসেজ আসে নাই,সমস্যা হবে কি


না।কোন সমস্যা হবে না। ১৪ মে রাত থেকে মেসেজ পাবেন আশা করি।


২য় ধাপের পরীক্ষা কখন হবে


প্রাইমারি ২য় ধাপের পরীক্ষা হবে ২০ মে সকাল ১১টা থেকে দুপুর ১২ টা। 


কোন লিংক থেকে Admit Card ডাউনলোড করতে পারবো


Admit.dpe.gov.bd এই লিংক থেকে ডাউনলোড করা যাবে।


পরীক্ষায় কি NID মূল কপি নিয়ে যেতে হবে


হুম অবশ্যই মূল কপি নিয়ে যাবেন। মূল কপি না থাকলে ফটোকপি নিয়ে যাবেন


২য় ধাপে কয় জেলায় পরীক্ষা অনুষ্ঠিত হবে 


প্রাইমারি শিক্ষক নিয়োগ পরীক্ষা ২য় ধাপে মোট ৩০ জেলায় অনুষ্ঠিত হবে।  তার মধ্যে সম্পূর্ণ জেলা ৮টি এবং আংশিক ২২ টি জেলায় অনুষ্ঠিত হবে।


পরীক্ষা কি জেলায় অনুষ্ঠিত হবে  


পরীক্ষা প্রত্যেক জেলায় জেলায় অনুষ্ঠিত হবে। সবার পরীক্ষা ঢাকায় অনুষ্ঠিত হবে না।

1 টি মন্তব্য:

Blogger দ্বারা পরিচালিত.