Header Ads

Header ADS

বাংলাদেশ ব্যাংক সহকারী পরিচালক( জেনারেল) নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২, Bangladesh Bank Circular








বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক 

পরীক্ষার তারিখ ২০২২

বাংলাদেশ ব্যাংকের ২২৫ টি পদের আবেদন শুরু হয়েছে এবং তা চলবে আগামী ১৫/০৬/২০২২ তারিখ পর্যন্ত।তাই বলা যায় আবেদনের শেষ তারিখ ১৫/০৬/২০২২


সহকারী পরিচালক পদসংখ্যা কতজনঃ

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের পদসংখ্যা মোট ২২৫ ( দুইশত পঁচিশ)  জন।পদসংখ্যা কম বেশি হতে পারে।


কত তম গ্রেডঃ

বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক পদের চাকরি গ্রেড হলো ৯ম।


শিক্ষাগত যোগ্যতাঃ

ক)স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হতে যেকোন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অথবা স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি/সমমান পরীক্ষা পাসের পর স্বীকৃত কেন বিশ্ববিদ্যালয় হতে ০৪ বছর মেয়াদী স্নাতক ডিগ্রী। 

খ)কোনো পর্যায়েই ৩য় বিভাগ/শ্রেণি বা সমমানের জি.পি. এ গ্রহনযোগ্য হবে না।


বয়স কত হতে হবেঃ

ক)১০/০৫/২০২২ তারিখে মুক্তিযোদ্ধা/শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থী ব্যতীত সকল প্রার্থীর ক্ষেত্রে বয়স ২১ হতে ৩০ বছর।( জন্মতারিখ সর্বনিম্ন ১১/৫/২০০১,সর্বোচ্চ ১১/৫/১৯৯২ পর্যন্ত)


খ)মুক্তিযোদ্ধা/ শহীদ মুক্তিযোদ্ধার সন্তান এবং প্রতিবন্ধী প্রার্থীদের ক্ষেত্রে বয়স ২১ হতে ৩২ বছর ( জন্ম তারিখ সর্বনিম্ন ১১/৫/২০০১,সর্বোচ্চ ১১/০৫/১৯৯৯ পর্যন্ত)

গ) প্রার্থীর বয়স কম বা বেশি হলে আবেদন গ্রহনযোগ্য হবে না। 


আবেদনের নিয়মঃ


আগ্রহী প্রার্থীদেরকে আগামী ১৫/৬/২০২২ তারিখের মধ্যে শুধু বাংলাদেশ ব্যাংকের নিয়োগ সংক্রান্ত ওয়েবসাইট (erecruitment.bb.irg.bd) এ Online Application Form পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন করার সময় Application Form পূরণ করার নিয়ম ও অন্যান্য শর্তাবলী উপরে উল্লেখিত ওয়েবসাইটেই পাওয়া যাবে।


অনলাইনে আবেদন করার পর প্রার্থী কর্তৃক CV identification Number, Tracking Number ও Password যথাযথ ভাবে সংরক্ষণ করতে হবে।পরীক্ষার প্রবেশপত্র ডাউনলোড করা এবং পরবর্তী বিভিন্ন কাজে বর্ণিত তথয়সমূহ প্রয়োজন হবে।

কোন মন্তব্য নেই

Blogger দ্বারা পরিচালিত.